উদ্ঘাটন জাহাজ নটিলাসে অবস্থানকারী গবেষকগণ ২০১৮ সাল শুরু করেছেন তাঁদের নিজেদের ধাঁচের আতশবাজি দিয়ে! তাঁর একটি জেলিফিশ আবিষ্কার করেছেন যা পানির নিচে আতশবাজির প্রদর্শনীর মতোই দেখতে। এর বৈজ্ঞানিক নাম Halitrephes maasi।জাহাজের একজন কর্মী হারকিউলিস নামের একটি দূর-নিয়ন্ত্রিত গভীর সমুদ্রের বাহনের মাধ্যমে এই জেলিফিশের ছবি তোলেন।গত নভেম্বরের ১৩ তারিখে মেক্সিকোর বাহা ক্যালিফোর্ণিয়ার সমুদ্রতটের ৪৮০ কিলোমিটার দূরে রেভিলাগিগেডো দ্বীপপুঞ্জের কাছে ১২২৫ মিটার গভীরে জেলিফিশের এই টেনট্যাকলগুলো দৃশ্যমান হয়।
যদিও ছবির এই জেলিফিশটি আলোর প্রদর্শনী দেখাচ্ছে কিন্তু অধিকাংশ জেলিফিশেরই জীবন কাটে গভীর অন্ধকারে। গবেষকদের এই অভিযানে ৬৪ মিটার দীর্ঘ অত্যাধুনিক সমুদ্রযানে করে রেভিলাগিগেডো দ্বীপপুঞ্জের নিকটে ডুবো আগ্নেয়গিরি খোঁজা হচ্ছে।
তথ্যসূত্র ঃ বিজ্ঞান পত্রিকা
যদিও ছবির এই জেলিফিশটি আলোর প্রদর্শনী দেখাচ্ছে কিন্তু অধিকাংশ জেলিফিশেরই জীবন কাটে গভীর অন্ধকারে। গবেষকদের এই অভিযানে ৬৪ মিটার দীর্ঘ অত্যাধুনিক সমুদ্রযানে করে রেভিলাগিগেডো দ্বীপপুঞ্জের নিকটে ডুবো আগ্নেয়গিরি খোঁজা হচ্ছে।
তথ্যসূত্র ঃ বিজ্ঞান পত্রিকা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন